মারা গেছেন সা’দত হুসাইনের স্ত্রী শাহানা চৌধুরী
প্রকাশিত : ০৮:২১, ১৩ মে ২০২০
সাবেক মন্ত্রিপরিষদ সচিব মুক্তিযোদ্ধা সা’দত হুসাইন মারা গেছেন ২০ দিন আগে। সরকারি কর্মকমিশনের (পিএসসি) সাবেক এ চেয়ারম্যানের মৃত্যুর ২০ দিনের মাথায় এবার মারা গেলেন তার স্ত্রী শাহানা চৌধুরী (৭০)।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
সা’দত হুসাইনের ছেলের স্ত্রী গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তিনি (শাহানা চৌধুরী) মারা যান। তার শ্বাশুড়ি কিডনি জটিলতায় ভুগছিলেন। গত ২০ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিছুটা সুস্থ হলে বাসায় নেওয়া হয়। তিনদিন বাসায় রাখার পর অসুস্থ হয়ে গেলে আবারও হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, এর আগে গত ২৩ এপ্রিল মারা যান ড. সা’দত হুসাইন। আজ বুধবার বাদ জোহর নিকুঞ্জ এলাাকায় স্বামীর কবরের পাশে শাহানা চৌধুরীকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
এসএ/